How To Apply NSP (National Scholarship Portal) Scholarship (Bengali)

হ্যালো রিডার্স
 
       

আজ এই tutorial আমি বলবো আর একটা scholarship এর কথা যেটা All India Scholarship এই scholarship এ যে কেউ অবদান করতে পারে। অর্থাৎ আমি যে scholarship এর কথা বলছি সেটি হলো NSP (National Scholarship Portal).

HOW TO APPLY NATIONAL SCHOLARSHIP PORTAL

১. Go to scholarship.gov.in

২. Click "Application New Registration"

3. Click All terms and conditions

4. click continue

scholarship এর রেজিস্ট্রেশন প্রসেস সুম্পূর্ণ হয় যাবার পর তোমাদের মোবাইল একটি Message যাবে যেখানে তোমাদের Application ID এবং Password দিয়ে দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হবার পেজটি Re-direct হয় log In পেজ চলে যাবে। সেখানে তোমাদের Application ID এবং Password দাও। তারপর যখন পেজটি log in হবে তখন তোমাদের মোবাইল এ verification এর জন্য একটি OTP  আসবে এবং সেটি টাইপ করতে হবে। এবং পরের পেজ টিতে তোমাদের Password Change করতে বলবে তোমারে সেখানে তোমাদের New Password এবং Confirm  Password টাইপ করবে এবং পাসওয়ার্ড যেন এরকম হয় Sharma@২০০১।

তারপর তোমাদের Dashboard ওপেন হবে সেখানে "Application Form" এ ক্লিক করে তোমাদের সম্পূর্ণ details দিতে হবে তারপর Save&Continue তে ক্লিক করতে হবে।

তারপর সেখানে " CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITIES STUDENTS" এরকম কোনো অপসন এলে সেটিতে ক্লিক করতে হবে। তারপর "Bonafide Student Of Institution" Option থেকে doc format টি প্রিন্ট আউট করতে হবে এবং ইনস্টিটিউশন এর সীল ও head  principle এর Signature নিয়ে পুনুরায় ওই document টি upload করতে হবে এবং final submit এ ক্লিক করতে হবে।

So, Thanks For Reading It.

আপনার যদি কোনো content শেয়ার করার থাকে তো আপনি নিচের লিঙ্কে ক্লিক করে আপনার নাম, ইমেল ও কন্টেন্ট লিখে পাঠাতে পারেন।

https://suspensecreator.blogspot.com/p/contact-us.html



এখন আপনার কন্টেন্ট গোটা রাজ্য দেখবে

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

أحدث أقدم
Post ADS 1
Post ADS 1