হ্যালো রিডার্স
আজ এই tutorial আমি বলবো কি করে তোমরা তোমাদের computer এ folder hide করতে পারবে। অর্থাৎ folder hide মানে হলো folder টি যে জায়গায় ছিলো সে জায়গাতেই থাকবে শুধুমাত্র ওই ফোল্ডার টি আমরা কেউ দেখতে পারবো না। এখানে আমি একটি নিউ ফোল্ডার তৈরি করে দেখাবো তোমরা চাইলে তোমাদের নিজের যেকোনো ফোল্ডার hide করতে পারবে।তো চলো এটি শুরু করা যাক।
আজ এই tutorial আমি বলবো কি করে তোমরা তোমাদের computer এ folder hide করতে পারবে। অর্থাৎ folder hide মানে হলো folder টি যে জায়গায় ছিলো সে জায়গাতেই থাকবে শুধুমাত্র ওই ফোল্ডার টি আমরা কেউ দেখতে পারবো না। এখানে আমি একটি নিউ ফোল্ডার তৈরি করে দেখাবো তোমরা চাইলে তোমাদের নিজের যেকোনো ফোল্ডার hide করতে পারবে।তো চলো এটি শুরু করা যাক।
How To Hide Your Computer Folder
১. প্রথমত তোমার যে ফোল্ডারটি hide করতে চাও সে folder এর উপর রাইট ক্লিক করো।
২. তারপর "Rename" নামক Option টিতে ক্লিক করো।
৩. যে folder টি তুমি hide করতে চাও সেটির সব নাম clear করে দাও। কিন্তু clear করে দেবার পর enter বাটন press করবে বা mouse টি বাইরে ক্লিক করবে না।
৪. এমতাবস্তায় তুমি টাইপ করো Alt+0160. অর্থাৎ Alt বাটন টি press করে 0160 টাইপ করো। এবং enter বাটন টি press করো বা বাইরে মাউস টি ক্লিক করো।
দেখবে তোমার ফাইলটির নাম আর দেখাচ্ছে না।
আর ফোল্ডার ছবিটি hide করার জন্য ফোল্ডারের উপর Right ক্লিক করে "Properties" নামক অপসনটিতে ক্লিক করো। তারপর customize অপশনটিতে ক্লিক করে change folder icon অপশনটিতে ক্লিক করো। এবং ওখানে গিয়ে একটি blank ফোল্ডার choose করো। তারপর Apply and then Ok .
সুতরাং hide ফোল্ডার তৈরি হয়ে গেলো।
Thanks For Reading It.
আপনার যদি কোনো content শেয়ার করার থাকে তো আপনি নিচের লিঙ্কে ক্লিক করে আপনার নাম, ইমেল ও কন্টেন্ট লিখে পাঠাতে পারেন।
https://suspensecreator.blogspot.com/p/contact-us.html
এখন আপনার কন্টেন্ট গোটা রাজ্য দেখবে
আপনার যদি কোনো content শেয়ার করার থাকে তো আপনি নিচের লিঙ্কে ক্লিক করে আপনার নাম, ইমেল ও কন্টেন্ট লিখে পাঠাতে পারেন।
https://suspensecreator.blogspot.com/p/contact-us.html
এখন আপনার কন্টেন্ট গোটা রাজ্য দেখবে
Post a Comment