রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে ৩২২ টি বি গ্রেড পদএর আবেদন


গ্রেড বি অফিসার নিয়োগ করা হবে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে জানালো রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জব পোর্টালে। শুন্য পদ ৩২২ টি আছে। 

    শূন্যপদের মধ্যে ১৩০ টি জেনেরাল কাস্টের। ৫৯টি তাপশীলি জাতির ,২৭ টি তাপশীলি উপজাতির ,ও বি সি এর পদ আছে ৬৮ টি, এ ও স এর পদ আছে ৩০টি। 

আরও অধিক জানতে নিচের ছবিটি দেখুনঃ 

আবেদনপত্রটি সম্পূর্ণ অনলাইনের মাধম্যে হবে তার জন্য দেওয়া নিচের লিংকে ক্লিক করুন 
Click Here

বয়স সীমাঃ 

আবেদনকারীর বয়স ২১ বছর থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা  ও  অন্যানো খবরএর জন্য :
Click Here

disclaimer! This article for tech updates, not promoted by any company, if any copyright post is there, means that's with proper credits in there. Helps us to grow more by allowing the notification and subscribing by email! #suspensecreator

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

Previous Post Next Post
Post ADS 1
Post ADS 1