আচ্ছা বলছি এটা কি সম্ভব , দেশের অবস্থা তো সবাই জানি , হ্যাঁ এটাও জানি দেশে সুস্থের হার ও বাড়ছে , কিন্তু আমারা তো সবাই প্রায় মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়ে যদি আমারা আক্রান্ত হই (ভগবান না করুক) আর বিশেষ কারণে হস্পিটালাইজড হই তারপর সুস্থ হয়ে বেরিয়ে হস্পিটাল এর বিল দেখে হয়তো মৃত্যুটাই শ্রেয় বলে মনে হবে । আর রইল হস্পিটাল আর বেড , আমারা সবাই সব দেখতে পাচ্ছি কি অবস্থা চারিদিকে । ভগবানের দয়ায় এখনো কিছু হয়নি কিন্তু আমার কিছু বন্ধু-বান্ধবি দের হয়েছে আবার তাদের কিছু হোক আমি চাই না ।
এখন হয়তো কিছু ছাত্র-ছাত্রী বলবে " দেশে ভোট নির্বাচনে এতো জনগোষ্ঠীর সন্মেলনে কি করোনা হয় না ? আর পরীক্ষা দিতে গেলেই করোনা হয় ! " হয়তো তারা জানে না করোনার দ্বিতীয় পর্ব শুরু হয় এই কারনে , সঠিক সূচি না মেনে চলা , দুরত্ব বজায় না রাখা , মাস্কের ভুল ব্যবহার , এই সব কিছুই আবার সংক্রমণের হার বাড়ছে । আমি বলি আমরা শিক্ষিত আমাদের একই কাজ কি মানায় ? জীবন সুযোগ কেড়ে নিলে আবার সুযোগ দেবে , চিন্তা করো না , যারা পড়াশুনা করে পরীক্ষা দিয়ে অনেক উপরে উঠতে চাও তারা নিশ্চয়ই সুযোগ পাবে তাদের কেউ আটকাতে পারবে না । তবে সেই সুন্দর ভবিষ্যৎ দেখার জন্য আমাদের সুস্থ হয়ে বেঁচে থাকতে হবে । ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সব লড়াইয়ে বিজয়ী হবো আমরা, শুধু অপেক্ষা সময়ের অপেক্ষা ।।
One of the HS students said that...
"আমি বর্তমান ২০২১ এর একজন HS পরীক্ষার্থী গত ২০২০ এর january মাস থেকে আজ ২০২১ এর april মাস পর্যন্ত প্রায় ১৬ মাস শুধু আমিই নই পশ্চিমবঙ্গের অসংখ্য HS পরীক্ষার্থী (২০২১) একই বিষয়ে পড়াশুনা করতে করতে বিভ্রান্ত হয়ে পড়েছি ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী রা সপ্তম শ্রেণীতে উঠেগেলো নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা দশম শ্রেণীতে উঠেগেলো কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সঠিক খবর পেলাম না আমাদের HS এর বিষয়ে ,একেক খবরের channel এ একেকরকম news জানানো হচ্ছে, আমরা পড়াশুনোর প্রতি সেই interest টা হারিয়ে ফেলেছি , CBSC , ICSC সব বোর্ড থেকেই পরীক্ষা বাতিলের ঘোষণা করে দেয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের Wb বোর্ড এ কেনো কোনো ঘোষণা করা হচ্ছে না ?? আমাদের সারাবছর যেমন online class হচ্ছিল /class বন্ধ ছিল তাহলে এখন HS এর সময় কেনো এই ভয়াবহ মহামারী পরিস্থিতে offline এ exam হবে??????আপনারা দয়া করে আমাদের ভবিষ্যত টা কে নিয়ে ছেলেখেলা করবেন না আমরা চাই পরীক্ষা বাতিল হোক।আমার মত অধিকাংশ ছাত্রছাত্রীরাই নিয়মিত online class করতে পারেনি বিভিন্ন কারণের জন্য । আমাদের মত অনেকেরই এখনও syllabus সম্পূর্ণ হয়নি আর syllabus বাতিল সেইটা তো একটা সান্তনা মাত্র । আমাদের পরীক্ষা বাতিল করা হোক আমরা এই ভয়াবহ পরিস্থিতে যেখানে রোজ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে সেখানে পরীক্ষা দিতে রাজি নই দয়া করে শিঘ্রই কোনো পদক্ষেপ এর কথা আপনারা ভাবুন অনেক ছেলেমেয়েরা নিজেদের future সম্পর্কে depression এ চলে যাচ্ছে দয়া করে আমাদের সমস্যা টা বুঝুন 🙏"
The council said that...
#staysafe
#WBCHSE
#pospondexam
Post a Comment