সাবধান !! এই সমস্ত স্ক্যাম/ফ্রড থেকে বাঁচুন এবং অন্যকেও বাঁচান।

সাবধান এই সমস্ত হওয়া স্ক্যান থেকে নিজেকে বাঁচান
আজকের যুগে সবাই স্মার্টফোনের গোলাম হয়ে আছে আর তাতে সবথেকে বেশি ভূমিকা নিয়েছে স্ক্যাম অ্যাপ্লিকেশনগুলো। আশা করবো আপনারা হয়তো সবারই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে আর তাতে এরকম বার্তা আসতে দেখেছেন "এই অ্যাপ্লিকেশনটি রেজিস্টার করুন আর পেয়ে যান 100 টাকা এবং আপনার বন্ধুদেরও শেয়ার করুন।"
তো এরকম বার্তা আপনি অনেক দেখেছেন।
আজকে আমি আপনাদের বেশ কতকগুলো ফ্রড/স্ক্যাম এর কথা বলব যেগুলো থেকে সাবধান হয়ে থাকবেন এবং এদের ফাঁদে কোনো দিন পা দেবেন না। তা না হলে আপনার সব টাকা জলে চলে যাবে।


1. আপনার ফোনে যদি কেউ ফোন করে বলে "আমি ব্যাঙ্ক থেকে ম্যানেজার বলছি আপনার অ্যাকাউন্ট নাম্বার টা তাড়াতাড়ি বলুন তা না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং আপনার সব টাকা কেটে নেওয়া হবে"
এই কলে বেশিরভাগ মানুষ চিন্তিত হয়ে নিজের সব ডিটেলস বলে দেয়। এরকম ভুল কোনো দিন করবেন না কারণ কোনো ব্যাঙ্ক আপনার পারসোনাল ডিটেলস চাইবে না। এটা আইনগত ভাবে নিষিদ্ধ।
এরকম পরিস্থিতিতে আপনি নিজেকে ভাবার সময় দেবেন এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনার বাড়ির সাথে আলোচনা করুন।


2. ফ্রড অ্যাপ্লিকেশন যারা সাধারণ মানুষের সুযোগ নিয়ে তাদের Documents বিক্রি করে।
এখানে মূল অংশ হল এরা কীভাবে করে এই কাজ গুলো।
Play Store এমন অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যায়। যেগুলো আপনি রেজিস্টার করলেই ৫০/৬০/৭০ টাকা দেয় এবং whatsapp শেয়ার করলে তো আরও টাকা। কিন্তু এখানেও টুইস্ট আছে আপনি যখন টাকা উইথড্র করতে যাবেন তখন আপনার পারসোনাল ডিটেলস চাইবে।
পরে এরা রেজিস্টার করা আপনার email অ্যাড্রেস বিক্রি করে।
এখানে একটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে ওরা email address নিয়ে কি করে?
উত্তরটা কিন্তু সাধারণ আপনি যদি আপনার gmail box-টা ওপেন করে ভালো ভাবে লক্ষ করে তো দেখবেন অনেক Recommendations messages যেগুলো আপনি হয়তো জানেন না বা ওই সব ওয়েব পেজে আপনি কখনো ভিসিটিই করেননি সেরকম মেসেজ।
সুতরাং সাবধান।।


3. এই পয়েন্টা খুবই গুরুত্বপূর্ণ। যারা রাতারাতি দশ কোটি টাকার মালিক হওয়ার কথা ভাবে তারা এই পথ বেছে নেয় অর্থাৎ আমি যেটার কথা বলতে চাইছি সেটা হল শেয়ার মার্কেট যেমন:-Olymp Trade, Binomo, IQ Opinion etc.

জিবনে যা যা ভুল করেছেন সব ঠিক আছে কিন্তু এই ভুল কোনো দিন করবেন না তা হলে আপনার করা সব সেভিংস জলে যাবে। আপনি কিন্তু পুলিশ থেকে কোনো সাহায্য পাবেন না। কারণ ওখানে টাকা ইনভেস্ট করাটাই অপরাধ উলটে পুলিশ আপনাকে জেলে নিয়ে যাবে।


4. Approval নেই এমন কোনো company তে আপনার টাকা  রাখবেন না।
যদি কেউ এসে বলে এখানে আপনার টাকা জমা রাখুন এক বছর বাদ 10% সুদ পাবেন। তাহলে এ রাস্তার কথা একদম ভাবেন না প্রয়োজন হলে আপনি আপনার টাকা ব্যাঙ্কে রাখবেন।
এখানে ব্যাপারটা যেটা হয় company গুলো প্রত্যেক মানুষের কাছ থেকে মাসিক কিস্তিতে কিছু টাকা আদায় করে এবং ওই টাকা গুলো হয়তো নিজের কোম্পানিতে নয়তো অন্য কোম্পানি দ্বারা ইনভেস্ট করে। পরবর্তীকালে যদি তারা কোম্পানি দ্বারা ইনভেস্টে সফল হয় তবেই আপনি আপনার সব টাকা ফেরত পাবেন নয়তো নয়।


5. ফেসবুকে অনেক পোস্ট আসে দেখবেন এরকম "আমার ক্যান্সার হয়েছে তো আপনি আপনার পেজটি like ও share করলে আমি 2  টাকা করে পাবো।
তো এখানে যেটা হয়
আপনি যদি পেজটীকে like করেন তো ওই পেজের like সংখ্যা বাড়বে পরবর্তীকালে ওই পেজ থেকে কোনো পোস্ট আপডেট হলে ওই পোস্টটি 100% guarantee viral হবে এবং পাবলিসিটি বেশ ভালো হবে।

এরকম আরও অনেক কিছু যাদের থেকে সাবধান হয়ে থাকতে হবে।

পেজটি ভালো লাগলে email দ্বারা subscribe করবেন ও পেজটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।

আপনার যদি কোনো content শেয়ার করার থাকে তো আপনি নিচের লিঙ্কে ক্লিক করে আপনার নাম, ইমেল ও কন্টেন্ট লিখে পাঠাতে পারেন।
https://suspensecreator.blogspot.com/p/contact-us.html

এখন আপনার কন্টেন্ট গোটা রাজ্য দেখবে

Thanks For Reading My Blog

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

Previous Post Next Post
Post ADS 1
Post ADS 1