আশা করছি ব্লগটা যারা পড়ছেন তারা হয়তো ছাত্র নতুবা অভিভাবক এবং যাদের র্টাগেট IIT, NIT, IIT এসব কলেজ পড়া ও নিজেকে প্রতিষ্ঠিত করা।
আপনারা যারা অভিভাবক তাদেরকে বলি রাখি আপনারা যদি জোর করে আপনার সন্তানদের IIT পড়ানোর চেষ্টা করেন তাহলে আপনারা ভুল করছেন কারণ পড়াশোনা কখনোই জোর করে সম্ভব নয় আর IIT তো নয়।
আর যদি আপনার সন্তানের মধ্যে IIT পড়ার জোশ দেখেন তো আপনাদের কি করা উচিত সেটাই ব্লগে বলব।
আপনার সন্তান যদি হয় সাধারণত 10-13 বছর হয় তাহলে তাদেরকে IIT তে পড়ার স্বপ্ন দেখান।
দেখবেন তাহলে ওদের ফোকাস IIT পড়ার দিকে চলে যাবে। কারণ এটা আমার কথা নয়। এটি APJ ABDUL KALAM বলেছেন
তো কী কী করতে হবে সেটা আমি পয়েন্ট আকারে বলব এবং এটি ছাত্রছাত্রী অভিভাবক সবার জন্য।
দেখবেন তাহলে ওদের ফোকাস IIT পড়ার দিকে চলে যাবে। কারণ এটা আমার কথা নয়। এটি APJ ABDUL KALAM বলেছেন
তো কী কী করতে হবে সেটা আমি পয়েন্ট আকারে বলব এবং এটি ছাত্রছাত্রী অভিভাবক সবার জন্য।
আমাদের দেশে IIT-JEE কলেজ 54 টি আছে যাদের মধ্যে 23 টি IIT ও 31টি NIT এছাড়াও IIIT কলেজও আছে।
IIT পাশ করতে হলে প্রথমে JEE MAIN এর Paper 1 ও Paper 2 এর Exam দিতে হবে। তাতে ন্যূনতম Rank হলে JEE ADVANCED পরীক্ষায় বসার সুযোগ পাবে।
যদি ছাত্র বা ছাত্রী
1. ক্লাস 5-8 এর মধ্যে পড়ে তাহলে চেষ্টা করবে ক্লাস 10 এর বিজ্ঞান বিভাগের সব বই(Math, Phys, Chem) শেষ করা। ধরুন যদি বিজ্ঞান বিভাগের সব বই শেষ হয়ে যায় তাহলে 8,9,10 অর্থাৎ টানা 3 বছর তোমারা ক্লাস 10 এর বই Practice করছো অর্থাৎ তোমরা যদি ম্যাধমিক পরীক্ষা দাও তাহলে তোমাদের Rank 1-10 এর মধ্যে থাকবে।
2. ক্লাস 10 পড়ার এর সাথে সাথে আর যেটা করতে হবে NCERT বই Practice করতে হবে। কারণ Jee Main পাশ করতে হলে NCERT বই পড়তেই হবে। যেহেতু আমি প্রথমেই বলেছি Jee Advanced পাশ করতে হলে Jee Main ন্যূনতম Rank করতে হবে।
3. IIT-JEE এর জন্য ভালো কোচ নিতে হবে। এবং কোচটা 11-12 অর্থাৎ টানা 2 বছর চালিয়ে যেতে হবে।
4. IIT-JEE জন্য বেস্ট বই
https://suspensecreator.blogspot.com/2019/07/best-book-for-iit-jee.html?m=1
https://suspensecreator.blogspot.com/2019/07/best-book-for-iit-jee.html?m=1
5.আর তোমরা যদি 12 পাশ করে থাকো আর তোমরা ভাবছো পরের বছর IIT দেবে তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা কোনো ওই বছর কোনো কলেজে ভর্তি নেবে না কারণ ভর্তি নিলে তোমরা JEE MAIN পাশ করে গেলেও JEE ADVANCED পাশ করতে পারবে না।
2019 সালে IIT-JEE পেপার চেক করার জন্য Australian প্রোফেসরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো তিনি Question Paper দেখে শক হয়ে গিয়েছিলেন।
IIT-JEE পাশ করার পর যখন কাউন্সেলিং যাবে তখন কিন্তু কাউন্সেলিংটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট হয়না। এক্ষেত্রে কাউন্সেলিংটার নাম হল JOSSA
jossa.nic.in
jossa.nic.in
Thanks For Reading My blog
Post a Comment