How To Adjust Your PC Screen Resolution(Bengali)

হ্যালো রিডার্স
   আজ এই tutorial আমি বলতে চলেছি PC তে Screen Resolution কিভাবে সেট করবে। এটা কিন্তু একটি গোপনীয় setting আজ এই ব্যাপারে পুরো information দেবো। 

Screen Resolution সেট আমরা এই কারনে করি, কারণ মাঝে মধ্যে আমাদের computer এর letter,icon ইত্যাদি অনেক ছোটো কিংবা বড়ো হয় যে কারণে আমাদের medium রাখার জন্য Screen Resolution সেট করতে হয়। 

How To Adjust Screen Resolution

এটি খুবই সহজ পদ্ধতি 

১. Windows এর menu তে ক্লিক করতে হবে। 


২. Go to "Control Panel"


৩. সেখানে Appearance and Personalization টপিকে "Adjust Screen Resolution" Option টি পাবে।


সেটিতে ক্লিক করে নিজের PC অনুযায়ী Screen Resolution সেট করতে পারবে। 



Thanks For Reading It.

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

أحدث أقدم
Post ADS 1
Post ADS 1