আচ্ছা VPN জিনিসটা কী?, VPN কী সত্যিই ইন্টারনেটের গতি বাড়াতে সাহায্য করে?
এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের মনকে তাড়া দেয়। আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই চর্চা করবো।
এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের মনকে তাড়া দেয়। আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই চর্চা করবো।
VPN অর্থাৎ Virtual Private Network এই নামটি আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখতে পারেন। এখন এর পুরো কথাটার মধ্যেই লুকিয়ে আছে এর আসল রহস্য। অর্থাৎ Virtual Private Network এর অর্থ হল কার্যকর ক্ষমতাসম্পন্ন বেসরকারি নেটওয়ার্ক।
কিন্তু আমাদের চর্চিত বিষয় যে VPN কী সত্যিই ইন্টারনেটের স্পিড বাড়ায়?
এই প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। আপাতত আমি এখন VPN এর কাজ বলব। আর এগুলো পড়ার পর আপনিই ঠিক করবেন যে VPN কী ইন্টারনেটের স্পিড বাড়ায় না কমায়।
কিন্তু আমাদের চর্চিত বিষয় যে VPN কী সত্যিই ইন্টারনেটের স্পিড বাড়ায়?
এই প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। আপাতত আমি এখন VPN এর কাজ বলব। আর এগুলো পড়ার পর আপনিই ঠিক করবেন যে VPN কী ইন্টারনেটের স্পিড বাড়ায় না কমায়।
VPN এর কাজ
তবে এটিও একটা ভালো প্রশ্ন যে VPN এর কাজ কী?
সহজ ভাষায় বলতে গেলে VPN এর কাজ data সুরক্ষিত করা।
অর্থাৎ কোনো ইমেল পাঠানো, বিল পেমেন্ট ও ইত্যাদি আপনার online কর্যক্রম রক্ষা করতে VPN ব্যবহার করা হয়। আপনি যদি কোনো পাবলিক wifi ব্যবহার করে উপরোক্ত কাজ গুলো করেন সেক্ষেত্রে আপনার সব তথ্য ফাঁস হতে পারে। VPN এনক্রিপশন মাধ্যমে সেগুলোকে রক্ষা করে।
গুরুত্বপূর্ণ বিষয় হল এটা যে আপনি যদি VPN দ্বারা ইন্টারনেট করেন তাহলে কিন্তু VPN আপনার IP Address পরিবর্তন করতে সক্ষম। একটি VPN আপনার অবস্থানকে পরিবর্তন করতে পারে। ধরুন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এ থাকেন এবং VPN দ্বারা নেট করেন তো আপনার ঠিকানা দেখাবে বেঙ্গালুরু।
এর থেকে বলার চেয়ে পয়েন্ট করে বলা অনেক ভালো।
1. এটি আপনার IP Address পরিবর্তন করতে সাহায্য করে
2. এটি আপনার ব্রাউজার ঠিকানা পরিবর্তন করতে পারে।
3. আপনার যোগাযোগ এনক্রিপ্ট করতে পারে।
4. সেকেন্ডে কিছু ডাউনলোড করুন এবং আপনি যখন ভিডিও কলিন করবেন তখন কোনো প্রকার Buffering দেখা দেবে না।
5. ধরুন কোনো দেশে যদি Facebook, YouTube, Skype etc allow না হয় তাহলেও সে দেশের মানুষ VPN ব্যবহার করে এগুলো use করতে পারে।
6. আপনার অনলাইন কার্যকলাপ রক্ষা করতে পারেন।
7. আপনার ব্রাউজিং ডেটা কেউ পড়তে পারবে না।
8. আপনার Browser History কেউ পড়তে পারবে না।
9. যে ওয়েবসাইটগুলোতে আপনি যেতে পারেন না সেটিতে যেতে পারেন
10. আপনার favorite content HD তে দেখতে পারেন কোনো রকম বাফারিং ছাড়াই
এই 10 টি জিনিস ছাড়াও আরও অনেক কিছুই আছে যেগুলো VPN আপনাকে প্রদান করে।
তবে আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন যেটার উত্তর আপনারা কমেন্ট বক্সে দেবেন।
1. VPN কী বেআইনি?
2. VPN ব্যবহার করলে কী ইন্টারনেট সত্যিই দ্রুত চলে?
জবাবের অপেক্ষায় রইলাম।
কন্টেন্টি অবশ্যই শেয়ার করবেন।
إرسال تعليق