Oh! Lovely by TMC Leader .‘মোদি, অমিত শাহ কুমড়োর ঘ্যাঁট খা’, মদনের ‘লাভলি’ গানের ভিডিও

"কুমড়োগুলো ফুলো অনেক টাকায় বিক্রি হল।সঙ্গে কিছু ঢেঁড়শ-মুলো, জিতবি বলে ভাবলি! ওয়ে লাভলি।" এমনই শব্দে গান ধরেছেন মদন মিত্র (Madan Mitra)। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রকাশ্যে তাঁর মিউজিক ভিডিও 'লাভলি'। 


ইতিমধ্যে মদন মিত্র গলায় এই ভিডিওটি ভাইরাল, যেখানে তিনি বিজেপি তথা প্রধানমন্ত্রী সবাইকে কটাক্ষ করেছেন এবার ভাইরাল হলো.
 এইগান লোকের মুখে মুখে লাভলী আর কাকিনাড়া প্রকাশ হলো , এই গান ও এলবাম সেখানে দাঁড়িয়ে কুমড়ো কালের মদন মিত্র , এবং গানের কিছু লাইন গাইলেন কুমড়া হাতে নাচ্লেন ,রান্না করা ঢেঁড়স কুমড়োর ঘ্যাট খাওয়ালেন সেখানে উপস্থিত লোকজন কে, , এবং আরও অনেককে কিছুটা খেয়ে আবার বিরক্ত দেখে ফেললেন, তিনি তাঁর পরিষ্কার কথা হল বিজিবিতে প্রধানমন্ত্রী কাঁচা কুমড়ো ঢেঁড়স দিয়ে জনতাকে খাচ্ছেন , আর মানুষের মুখে তুলবেন না এই বক্তব্য রাখলেন ,প্রাক্তন পরিবহণমন্ত্রী গলায় গাওয়া গানটি দেন বাঁশিতে সুর দিলেন এক ভিখারি কাকদ্বীপের , তিনি বাঁশি বাজে উল্টোডাঙা স্টেশন এর কাছে ভিক্ষা করছেন ,এবার তিনি মদন মিত্রের গলায় গাওয়া গানে বাঁশ দিলেন এবং সেই শিল্পী খুবই প্রচলিত ভালো , এমনটা বলা হচ্ছে , বিজেপির লোকেরা তৃণমূল আসতে বাধ্য হবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া মানুষদের জন্য সে কথা বলতে অপেক্ষা রাখে না,

 
    Oh Lovely Song verses in Bengali – Madan Mitra Kumro Song 

(প্রাণের দা 

ও মদন দা)… (৩) 

Section - 1 : 

দিদি তোমার, 

ভালোবাসায় 

আমরা আছি 

বিন্দাস ভাইরে। 

দিদি মানেই, 

এই বাংলায় 

সবার মনে, 

লাইফ লাইন। 

(পাবলিক সব বোঝে 

ভরসার লোক খোঁজে।)… (২) 

রামের দলে লাভের লোভে গদ্দাররা গোঁজে।। 

Melody: ওহো লাভলী … .(২) 

(প্রাণের দা …. ও মদন দা)… (২)


  disclaimer! This article for tech updates, not promoted by any company, if any copyright post is there, means that's with proper credits in there. Helps us to grow more by allowing the notification and subscribing by email! #suspensecreator

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

Previous Post Next Post
Post ADS 1
Post ADS 1